ভর্তি পরীক্ষার হল থেকে বের হয়ে দেখেন কেন্দ্রে অপেক্ষারত মা বেঁচে নেই
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ০১:১৬ PM
-12513.jpg)
মেয়েকে পরীক্ষাকেন্দ্রে রেখে বাইরে অপেক্ষা করছেন এক মহিলা। পরে ‘স্ট্রোক’ করে মারা যান তিনি। পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে শুনেন না ফেরার দেশে চলে গেছেন পরীক্ষার্থীর মা। শুক্রবার ২৫ অক্টোবর) দুপুরে এমন ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি দ্য বাংলাদেশ মোমেন্টসকে জানান, মেয়েকে পরীক্ষা কেন্দ্রে রেখে বাইরে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু এমন সময় হিটস্ট্রোক করে মারা যান ওই মহিলা। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, পরীক্ষার্থী ওই শিক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তিনি ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মায়ের (মৃত) নাম শামীম আরা বেগম। তাদের স্থায়ী ঠিকানা জানা না গেলেও বর্তমানে তারা মিরপুর ১৩ নম্বরে থাকেন।