নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস ট্রেনিং এর অ্যাকটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২৯ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে 'ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস' এর অ্যাকটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই সময়ে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের শুধু স্কিল ম্যান পাওয়ার নয় বরং সুপার স্কিল ম্যান পাওয়ারে পরিণত হতে হবে এবং আমাদের এই পদক্ষেপ আমাদেরকে সেদিকে এগিয়ে নিয়ে যাবে। ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস প্রোগ্রামের যে চাহিদা, সেটা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বোঝা যাচ্ছে। বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের ডিজিটাল স্কিল সম্পর্কিত জায়গাগুলোতে কাজ করতে হবে। জীবনে সফলকাম হতে হলে এখনকার সময়ে ডিজিটাল জ্ঞান ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ডিজিটাল স্কিলস ট্রেনিং ফর স্টুডেন্টস প্রোগ্রামটি অত্যন্ত উৎসাহমূলক একটি পদক্ষেপ। আজকের ডিজিটাল যুগে সবার কাজের গতি কেমন হবে সেটার সাথে এই প্রোগ্রামটির সহযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে উদ্যোগী ভূমিকা নেওয়া হয়েছে সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনুসরণযোগ্য।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এএইচএম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অফ এডজ মোহাম্মদ মহিদুর রহমান খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিজিটাল স্কিলস ট্রেনিং এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. শুভ্রত কুমার দাস। পাশাপাশি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু রায়হান- সিনিয়র ওয়েব ডেপেলভার (বিডি টাস্ক লিমিটেড), মো. আফরোজ আল আজাদ-সফটওয়্যার ওয়েব ডেভেলপার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক ড. হাবিবা সুলতানা এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।