'নজরুল কাপ-২০২৪' এর বিজয়ী দল মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ
- রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০৫:৫২ PM

শিক্ষার্থীদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 'নজরুল কাপ-২০২৪' এর ফাইনালে ৪-২ গোল ব্যবধানে বিজয় লাভ করেছে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। রানার্সআপ দল হয় দর্শন বিভাগ। খেলা শেষে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলে ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) মাহবুবুন নাহারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। সবাইকে এমন উৎফুল্ল দেখে আমারও ভালো লাগছে। খেলার এই মাঠটি খুব দ্রুতই সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এমন টুর্নামেন্টের আয়োজন করা হবে। আমি আশা করি আমরা ক্রীড়ার মাধ্যমে বিশ্বববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো।" বক্তব্যে শেষে তিনি আয়োজক শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
নজরুল কাপের অন্যতম আয়োজক সানোয়ার রাব্বি প্রমিস বলেন, টুর্নামেন্টি সুন্দরভাবে সফল করার জন্য আয়োজক কমিটির সকলে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের এমন অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। ভবিষ্যতে আরও জাকজমকভাবে সাবেক শিক্ষার্থীদেরকেও নিয়ে এমন টুর্নামেন্ট আয়োজন করতে চাই।