রাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শেষে সীট ফাঁকা ৫১টি
- রাবিপ্রবি প্রতিনিধি:
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:১১ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:১১ PM
গুচ্ছভুক্ত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে বর্তমানে ৫১ টি আসন ফাঁকা রয়েছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে ১৯০ টি আসন ছিলো। চূড়ান্ত ভর্তি শেষে ১৯০ টি আসনের মধ্যে ৫১ টি আসন ফাঁকা রয়েছে।
৫১ টি ফাঁকা আসনের মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগে ফাঁকা আসন সংখ্যা ১৮টি,ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ১৫টি,ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স বিভাগে ১৩টি,ম্যানেজমেন্ট বিভাগে ৩টি এবং ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২টি।
রাবিপ্রবির আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা বলেন, "ফাঁকা আসনের বিষয়ে পরবর্তীতে গুচ্ছ কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী আসন পূরণ করা হবে।"
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন এবং শ্রেণি কার্যক্রম শুরু হওয়া নিয়ে জানতে চাইলে তিনি জানান, "আগামী সপ্তাহে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একটি মিটিং রয়েছে,সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। "
জিএসটি কর্তৃপক্ষ জানায়,"কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা অথবা হওয়া সাপেক্ষে গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে।"
উল্লেখ্য, গুচ্ছ অধিভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মে এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হয়েছিলো।