জয়পুরহাটকে হারিয়ে সেমিফাইনালে চাঁপাইনবাবগঞ্জ ফুটবল দল
- ইবি প্রতিনিধি;
- প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৬ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৬ PM
রাজশাহী বিভাগের আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট ফুটবল দলের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হয়। এতে ট্রাইব্রেকারে জয়পুরহাটকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ।
জানা যায়, শ্বাসরুদ্ধকর এ ম্যাচটিতে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলা শেষে ১-১ গোলে সমতা বিরাজ করে। পরে ট্রাইব্রাকারে ম্যাচটির ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রাকারে জয়পুরহাটকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ফুটবল। এই জয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন ও অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের ক্যাপ্টেন মাহদী হাসান বলেন, ভালো প্রস্তুতি ছাড়ায় আমরা মাঠে নেমেছিলাম। কিন্তু আমাদের জেলার ফুবলাররা দেখিয়ে দিয়েছে তারা ভালো ফুটবল খেলে। ফলে আমরা জয় পেয়েছি। এ জন্য আমরা আনন্দিত। পরবর্তী আমাদের খেলোয়াড়রা আরও ভালো খেলবে এমনটি প্রত্যাশা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, এমন সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। রাজশাহী বিভাগের জেলা ছাত্রকল্যাণ সমিতিগুলো রয়েছে এ খেলার মাধ্যমে আমাদের ৮ টি জেলার মাঝে ভাতৃত্ববোধ আরও বৃদ্ধি করবে এবং জেলা সমিতিগুলো নিজেরা সক্রিয় থাকবে বলে আশা করছি এবং মাঝেমাঝে এমন আয়োজন হবে বলে প্রত্যাশা রাখছি।