ঢাবিতে সাইন্স লাইব্রেরী স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে সোহাগ ও করিম
- ঢাবি প্রতিনিধি;
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ০৬:০০ PM
“স্বাস্থ্যই সকল সুখের মূল’’ ও “খেলাধুলা করব বেশ, মাদকমুক্ত গড়ব দেশ” স্লোগান দুটি মনে ধারন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মননচর্চায় বাংলাদেশ ও বিশ্বে পরিচিত। একাডেমিক ও চাকরির পড়াশোনার জন্য ব্যাপক চাপ যায় প্রতিটি শিক্ষার্থীর। বিভিন্ন হল ও সাইন্স লাইব্রেরীতে পড়ুয়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ কমাতে খেলাধুলা একটি উত্তম মাধ্যম হিসাবে কাজ করে।
এই চিন্তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স লাইব্রেরী পড়ুয়া শিক্ষার্থীদের একান্ত উদ্যেগে ‘সাইন্স লাইব্রেরী স্পোর্টিং ক্লাব’ বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্টের আয়োজন করে আসতেছে। নিজেদের মধ্যে সামাজিক বন্ধন ও তারুণ্য ধরে রাখতে গতকাল একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী নাজমুল হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী আব্দুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দের আলোচনা সভার মাধ্যমে সকলের সম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
অনূভুতি ব্যক্ত করে সভাপতি নাজমুল হাসান সোহাগ বলেন, “আমাদের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পালন করবো ইনশাআল্লাহ। আগামীতে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্টের ছাত্রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কাজ করবো।”
উপদেষ্টা মন্ডলীর সদস্য রাকিবুল ইসলাম বলেন, সায়েন্স লাইব্রেরী স্পোর্টিং ক্লাবের প্রতিটি সদস্য নিয়মিত মাঠে এসে অনুশীলন করবে। নিজেদের পাশাপাশি অন্যদের মানসিক বিকাশে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টংসহ সকল খেলায় শতভাগ উপস্থিত হয়ে খেলা চালু রাখবে বলে।
এই ক্লাবের সকলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে খেলাধুলার মাধ্যমে আত্মিক সম্পর্ক উন্নয়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।