যবিপ্রবিতে লিফট সমস্যায় ক্লাস বয়কট করল সাধারণ শিক্ষার্থীরা

 যবিপ্রবি
  © টিবিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে দীর্ঘদিন যাবদ লিফট নিয়ে নানা ধরনের সমস্যা চলছে। একাডেমিক ভবনগুলোর মোট ১৪ টা লিফটের মধ্যে প্রায় ১০ লিফট অকেজো অবস্থায় পড়ে আছে।  স্যার জগদীশ চন্দ্র ১০ তলা বিশিষ্ট একাডেমিক  ভবনের  ৪ টা লিফট এর মধ্যে বেশকিছু দিন ধরে  দুইটা  লিফট অকেজো অবস্থায় ছিল। আজ সকালে আরো একটা লিফট অকেজো হয়ে যায়।যার ফলে একটা লিফট দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ভীড় জমে যায়।একপর্যায়ে সাধারণ  শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।এসময় তারা স্যার জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে।বিক্ষোভ মিছিলটি একাডেমিক ভবন থেকে শুরু করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে আন্দোলন এর ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা।

এসময় সাধারন শিক্ষার্থীদের শান্ত করতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য  জনাব প্রফেসর ড. আব্দুল মজিদ, প্রক্টর জনাব আমজাদ হোসেন ড.ইঞ্জি সহ ফ্যাকাল্টি ডীন মহোদয় উপস্থিত হন।এসময় উপাচার্য মহোদয় বলেন, আমরা লিফট সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করছি। লিফট দূর্নীতি নিয়ে যে মামলা হয়েছিল, আজকে  সেই মামলা হাইকোর্টে উঠবে।আমরা আশা করছি  খুব দ্রুতই এই মামলার রায় হবে।মামলার রায় হলেই আমরা লিফট সমস্যার সমাধান করতে পারবো।পরে ডীন মহোদয়ের সিদ্ধান্ত মতো, স্যার জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের ক্লাস, পরিক্ষা আজকের জন্য স্থগিত করা হয়।

জানা যায়, লিফট দূর্নীতি,নিম্নমানের লিফট ব্যবহারের জন্য যশোর জেলার তৎকালীন  বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি হেলালুর রহমান লিফট নিয়ে  মামলা করে।পরে সেই মামলা হাইকোর্টে গড়াই।আজ ৩/১১/২৩ তারিখ মামলা হাইকোর্টে উত্তলন  করা হবে।