নিয়মিত ছাত্রদের থেকে নেতৃত্ব আনা হবে: ইবিতে ছাত্রদল সম্পাদক
- ইবি প্রতিনিধি;
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৪১ PM
কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক বলেছেন, যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে পারবে এবং অতীতেও করেছে, সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার ছাত্রদের ভেতর থেকে নেতৃত্ব আনা হবে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদল সম্পাদক এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ,যুগ্ম- আহ্বায়ক রুকন উদ্দিন, আহসান হাবিব, সদস্য রাফিজ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ প্রায় দুইশতাধিক নেতাকর্মীরা।
তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের ব্যাপারে ছাত্রদলের পক্ষ থেকে জিরো টলারেন্স পলিসির কঠোর বাস্তবায়ন করা হচ্ছে। আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। আগস্টের পরে আমরা সেইসব ঘটনাকে গুরুত্ব দিয়েছি এবং সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। ৫ই আগস্টের পর কয়েকজন নেতাকর্মী বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছে। আমাদের প্রায় ২০০ এর অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং ৩০০ এর অধিক কর্মীকে শোকজ করা হয়েছে।
তিনি আরো বলেন, ছাত্রদল গেস্টরুম ও হল দখলের রাজনীতি চায় না। একুশ শতকের উপযোগী একটি মেধাবৃত্তিক ও দখলদারিত্ব মুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশীদারের প্রয়োজন আছে। তিনি আরো বলেন ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না। ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তী কোন ফ্যাসিস্ট ক্ষমতা আসতে না পারে। যারা গোপনে রাজনীতি করে তাদের মনবাসনা পূরণ না হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও আহসান হাবিব, সদস্য রাফিজ, নুর উদ্দিন ও তরিকুল ইসলামসহ শাখা ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী।