শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে রিসার্চ সেল ও উদ্যোক্তা সেল গঠন করছি: ড. আব্দুল আউয়াল
- নাজমুল ইসলাম, পাবিপ্রবি;
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ PM
বৈশ্বিক প্রতিযোগিতাপূর্ণ এই সময়ে শিক্ষার্থীদের স্বপ্ন দেখার পরিধিকে আরো বড় করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে রিসার্চ সেল ও উদ্যোক্তা সেল গঠন নিয়ে কাজ করছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) থেকে এর মৌখিক অনুমোদনও পেয়ে গেছি আমরা।
বুধবার (৬ নভেম্বর) দুপুর বারোটায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) গ্যালারী-০২ তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত ইডিজিই প্রকল্পের অ্যাক্টিভেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল।
এ সময় তিনি আরো বলেন, পোস্ট ডক্টরেট করতে আমি যখন যুক্তরাষ্ট্রে ছিলাম, তখন প্রচুর ভারতীয় শিক্ষার্থীদের দেখতাম যারা টেক জায়ান্ট কোম্পানিগুলোতে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে অল্প কিছু বুয়েটের শিক্ষার্থীর দেখা পেতাম। আমাদের দেশে অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এর সুফল আমরা তেমন পাচ্ছি না। আমাদের এর সুফল ভোগ করতে স্টেক হোল্ডারদের পাশাপাশি শিক্ষার্থীদেরও আরো উদ্যমী হতে হবে। এসময় উপাচার্য শিক্ষার্থীদের সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, গেস্ট অব অনার হিসেবে ছিলেন বাংলাদেশ আইসিটি ডিভিশনের ইডিজিই প্রজেক্টের পরিচালক এবং যুগ্ম-সচিব মো. সাখাওয়াত হোসেন, শিল্প বিশেষজ্ঞ মো. আফরোজ আল আজাদ, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক নিতুন কুমার পোদ্দার। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই (এনহেন্সিং ডিজিটাল গাভার্ণমেন্ট এন্ড ইকোনমি) প্রোজেক্টের অধীনে ৮০ হাজার শিক্ষার্থীকে এমপাওয়ারড্ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জরুরি বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি জব মার্কেট, কার্যকরী ব্যবসায়িক যোগাযোগ, প্রফেশনাল ওয়ার্কপ্লেস সম্পর্কে জানবে এবং কোর্স শেষে শিক্ষার্থীকে একটি সার্টিফিকেট দেয়া হবে। এই প্রোজেক্টের আওতায় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগ। ইতোমধ্যে প্রথম ধাপে ৫৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে ৬০০ জনের প্রশিক্ষণ দেওয়া হবে।