ঢাবির দেয়ালে দেয়ালে ছাত্রদলের পোস্টারিং, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলসহ ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে করা ছাত্রদলের পোস্টারিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘লেজুড়বৃত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘টু জিরো টু ফোর লেজুড়বৃত্তি নো মোর’, ‘ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ’, ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়ে দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। আমরা সেদিনই হলের প্রভোস্টের কাছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে নিশ্চয়তা নিয়েছিলাম। কিন্তু আমরা দেখছি ফের আমাদের হলে রাজনীতি ঢোকানোর পাঁয়তারা করা হচ্ছে। এ ধরনের কোনো অপচেষ্টা মেনে নেবো না।
তারা আরও বলেন, হলের বাইরে তথা ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি না সেটার বিষয়ে সিদ্ধান্ত নেবে সিনেট-সিন্ডিকেট। কিন্তু হলে ছাত্র রাজনীতি থাকবে না সেই বিষয়ে সেই জুলাইয়ে হলের শিক্ষার্থীরা সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু এখন আমরা আবারো দেখছি, হলের গেটে পোস্টার লাগানো হয়েছে। একজন শিক্ষার্থী এসে বুঝতেই পারবে না এটা আবাসিক হল নাকি পার্টি অফিস। এগুলো হলে রাজনীতি পুনরায় প্রবেশের প্রাথমিক ধাপ বলে আমরা মনে করি।
এদিকে সাধারণ শিক্ষার্থীদেথ দাবির মুখে হলের ভিতরে ও বাইরের দেয়ালে কোন ধরনের পোস্টারিং কিংবা দেয়াল লিখন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রশাসন।
হল প্রশাসনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, হলের সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য হলের অভ্যন্তরে বা হল চত্বরের দেওয়ালে হল প্রশাসনের অনুমতি ব্যতিত কোন প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো ও দেওয়াল লিখন করা যাবে না।
কেউ এই আদেশ অমান্য করলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।