ঢাবির ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ-তিতাসের নেতৃত্বে লিমন-রবিন

ঢাবি
  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ (তিতাস) এর নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লিমন হাসান ও সাধারণ সম্পাদক পদে শহিদুজ্জামান রবিন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ (তিতাস) এর শীর্ষ নেতৃত্ব নির্বাচন।


এ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিক্ষার্থীরা ছিলেন ভোটার। ভোট গ্রহণ পর্ব শেষে সংগঠনের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল হক তমাল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


সভাপতি পদে লিমন হোসেন আসলি মোরগ মার্কা নিয়ে সর্বাধিক ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুক্তার হোসেন ছানামুখী মার্কা নিয়ে ১৩৫ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে শহীদুজ্জামান রবিন টেপা পুতুল মার্কা নিয়ে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সোহাগ মিয়া তালের বড়া মার্কায়  ৫১ টি এবং সুপ্রিম আহমেদ হৃদম বেতের টুপি ৪৭ টি ভোট পান। 


নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুজ্জামান রবিন বলেন, "গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র কল্যাণ পরিষদ -তিতাসে আজ একটি উৎসবমুখর পরিবেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বহু বছর পর কোন ছাত্র কল্যাণ সমিতিতে এমন নির্বাচন দেখা গেছে।"


তিনি বলেন, "আমি এবং আমার সঙ্গে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরা সকলে মিলে তিতাস কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। "