জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ-আমিনুল
- জবি প্রতিনিধি:
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১১:১৫ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যায়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়া রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক নতুন কমিটি অনুমোদিত করা হয়েছে।
সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ সোহাগ মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের আমিনুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুস সালাম ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম উপদেষ্টা হিসেবে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করেন। এছাড়া পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদানের নির্দেশনা প্রদান করেন।
নতুন দায়িত্ব নিয়ে কমিটির সভাপতি সোহাগ মন্ডল জানান, আমি রংপুর জেলা ছাত্রকল্যাণের সাথে দীর্ঘদিন যাবৎ নিজের ভালো লাগার জায়গা থেকে কাজ করছি।ছাত্রকল্যাণ একটি আস্থার জায়গা। এখন আমি ছাত্রকল্যাণের দায়িত্বে এসেছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের সংগঠনটাকে আরও গতিশীল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য ছাত্র সংগঠনে পরিনত করার।
এনিয়ে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, জেলা ছাত্রকল্যাণ পরিষদএকটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সংগঠনের সাথে জড়িত প্রতিটা মানুষ খুবই আন্তরিক। তাদের দীর্ঘদিনের ফসল আমাদের এই সুনামধন্য সংগঠন, তারা আমাকে যোগ্য বিবেচনা করে দায়িত্ব দিয়েছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সংগঠনের সাথে প্রতিটা কর্মকাণ্ড সুষ্ঠু ভাবে পরিচালনা করার।
উক্ত ছাত্রকল্যাণ পরিষদের ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওই সাবেক শিক্ষার্থীরা তাদের দাবি নতুন নেতৃত্ব পথ দেখাবে নবীন শিক্ষার্থীদের।
এছাড়া উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রবিউল ইসলাম, মোঃ সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ লাইচ মিয়া, রাফিউল ইসলাম, মোঃ আসাদুজ্জামান আসিব মন্ডল, সাংগঠনিক সম্পাদক,টি এম নোমানী, মোঃ রানা হোসাইন সাগর, সহ- সাংগঠনিক সম্পাদক, শাহ মোঃ হিমেল, অর্থ-বিষয়ক সম্পাদক, মোঃ নিশাত ইসলাম, দপ্তর সম্পাদক, জামিল হোসেন সালমান, প্রচার সম্পাদক, অনিক লাকড়া, সাংস্কৃতিক সম্পাদক, মোঃ লিমন, আইন বিষয়ক সম্পাদক, মোঃ আলী আশা, ক্রীড়া বিষয়ক সম্পাদক, রিয়াদ হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক, মোঃ আলামিন হোসেন দায়িত্ব পালন করবেন।
উত্তরবঙ্গের বাহের দেশ নামে খ্যাত রংপুরের অনেক শিক্ষার্থীই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে। বিভিন্ন সামাজিক কার্যক্রম, শিক্ষার্থীদের নানান সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছে জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদটি।