ছাত্রদল থেকে অব্যাহতি পেলো সাংবাদিকদের হুমকি দেয়া সেই আঃ রহিম

নজরুল বিশ্ববিদ্যালয়
  © সংগৃহীত

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহিমকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে রহিমকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

হল প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্রদলের পরিচয়ে হলের রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, সাধারণ শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, সিট ছাড়তে চাপ প্রয়োগসহ একাধিক অভিযোগ রয়েছে ছাত্রলীগ থেকে ছাত্রদলের নেতা বনে যাওয়া রহিমের বিরুদ্ধে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর ভেঙে ফেলার অভিযোগও রয়েছে রহিমের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে আব্দুর রহিমের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। ছাত্রদলের একাধিক নেতার দাবি, নতুন কমিটি ঘোষণার আভাস পেয়েই তৎপরতা বাড়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর সম্পন্ন করা রহিমের। শিক্ষার্থীদের সমর্থন বেশি দেখাতে ছাত্রলীগের সাবেক কর্মীদের পুনর্বাসনের অভিযোগও রয়েছে রহিমের নেতৃত্বাধীন ছাত্রদলের বিরুদ্ধে।

২০১৬ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাব্বির-আপেল কমিটিতে কলা অনুষদের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন আব্দুর রহিম। ২০১৭ সালে ছাত্রলীগের কমিটি পরিবর্তনের পর পরিচয় পাল্টে যোগ দেন ছাত্রদলে। এরপর স্থানীয় রাজনৈতিক নেতাদের তোষামোদি করে ২০২১ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পান।