জাবিতে ইন্সটিটিউটের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ বাতিলের দাবি, স্মারকলিপি প্রদান

জাবি
  © টিবিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে আবারোও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে স্মারকলিপি দিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের কাছে স্বারকলিপি দেন শিক্ষার্থীরা। স্বারকলিপি প্রদান শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

তাঁদের দাবিগুলো হলো—ইনস্টিটিউটের নাম সংস্কার করে শুধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ও ইংরেজিতে ইনস্টিটিউট অব কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড কালচার করতে হবে, অনতিবিলম্বে ইনস্টিটিউটকে বিসিএস বিষয় কোডে অন্তর্ভুক্ত করতে হবে, অতি দ্রুত ইনস্টিটিউটের ক্লাসরুম সংকট দূর করতে হবে। 

এসময় ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাইদুর রহমান সীমান্ত বলেন, ’ইন্সটিটিউট এর নাম পরিবর্তন নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে ভোগান্তির স্বীকার হয়ে আসছে। আমরা কোনো ব্যাক্তির নামে বিভাগের নাম চাইনা। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে বলে প্রত্যাশা রাখি।’

সমাবেশে ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মেহরব সিফাত বলেন, ’আমরা এর আগেও উপাচার্যের কাছে এসেছি ‌। সেসময় উপাচার্য আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিল। আমরা বলতে চাই, আমাদের ক্লাসরুম সংকটসহ তিন দফার যৌক্তিক দাবি মেনে নেয়া না হলে কঠোর কর্মসূচিতে যাবো।’