জাবিতে ইনস্টিটিউট থেকে বাদ দিলো ' বঙ্গবন্ধুর ' নাম
- জাবি প্রতিনিধি;
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:০২ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৭:০২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট থেকে অবশেষে বাদ দেয়া হলো ’বঙ্গবন্ধুর’ নাম। রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ বলেন, 'শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে'।
নাম পরিবর্তনের পর তাক্ষণিক প্রতিক্রিয়ায় ইন্সটিটিউটের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রাহমান বলেন, ’বহুদিন ধরে আমরা নাম পরিবর্তনের বিষয়ে দাবি জানিয়ে আসছিলাম। বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আমাদের ইন্সটিটিউটের নামের কারণে এই সাবজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা পেত না, এখন থেকে সেটা পাবে। এই সিদ্ধান্ত আমাদের ইনস্টিটিউটের জন্য একটি মাইলফলক।’
ইনস্টিটিউটের আরেক শিক্ষার্থী মেহেরাব সিফাত বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসছি । তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের বহুদিনের নিপীড়নের ইতিহাস রয়েছে । নাম সংস্কারের মধ্যে দিয়ে বৈষম্য বিরোধী লড়াইয়ে আমাদের সংগ্রামের জয় হলো'।