ইবি সিওয়াইবির সভাপতি ওয়াসিফ, সম্পাদক নিয়ামত
- ইবি প্রতিনিধি;
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৭:১৫ PM
খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিয়ে কাজ করা তরুণ ভোক্তাদের সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৩১ সদস্যবিশিষ্ট ৬ষ্ঠ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ত্বকি ওয়াসিফ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ মুনিম।
রবিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা সিওয়াইবির ইবি শাখার নতুন কমিটির অনুমোদন দেন সিসিএস-এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবির সভাপতি পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক ইমরান শুভ্র। এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির বাকীরা হলেন, সহ-সভাপতি- খন্দকার সায়েম (অর্থনীতি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক- জান্নাতুল ফেরদৌস (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ), সাংগঠনিক সম্পাদক- মো. মেহেদী হাসান শাহ (অর্থনীতি বিভাগ), অর্থ সম্পাদক- রাউফুল্লাহ খান (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), দফতর সম্পাদক- নূর হোসাইন আল-রিফাত (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), সহ-দফতর- রুবাইয়া জামান (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ), মিডিয়া সম্পাদক- ঈদুল হাসান (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ), প্রচার সম্পাদক- রাকিব হাসনাত (লোক প্রশাসন বিভাগ), সহ-প্রচার সম্পাদক- আব্দুল্লাহ আল নোমান (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- ফারিহা আখিঁ (ফোকলোর স্টাডিজ বিভাগ), সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মেহেদী হাসান (আরবী ভাষা ও সাহিত্য)।
এছাড়াও ভোক্তা অধিকার সম্পাদক- সুমন রেজা, সহ-ভোক্তা অধিকার সম্পাদক- মোয়াজ্জেম হোসেন(ইংরেজি বিভাগ), আন্তর্জাতিক সম্পাদক- নাফিয়া ইয়াসমিন (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), আইন সম্পাদক- আব্দুল্লাহ কাফি (ল'এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ), সহ-আইন সম্পাদক- শারমিন আক্তার রিমা (ল'এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ), নারী বিষয়ক সম্পাদক- ঐশী জামান মুস্কু (ফোকলোর স্টাডিজ), মানবাধিকার সম্পাদক- সুমন রানা (ল'এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ), সহ-মানবাধিকার সম্পাদক- মেহেদী হাসান (ইংরেজি বিভাগ)।
কার্য নির্বাহী সদস্যরা হলেন, মো. আব্দুল্লাহ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ), আদূরী তামান্না (রাষ্টবিজ্ঞান বিভাগ), আফরিন আক্তার মৌ (ইংরেজি বিভাগ), নাফিজ আজিম (ম্যানেজমেন্ট বিভাগ), ইনসানুল ইমাম নুর (আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ), মোহন রায় (ফোকলোর স্টাডিজ), মালিহা মেহজাবিন স্বর্ণা (অর্থনীতি বিভাগ), মুহিববুল্লাহ নোমান (আরবী ভাষা ও সাহিত্য বিভাগ), সুদক্ষিনা সকাল (লোক প্রশাসন বিভাগ), সম্পা আক্তার (লোক প্রশাসন বিভাগ)।
নবনির্বাচিত সভাপতি ত্বকি ওয়াসিফ বলেন, 'আমরা দেশ, সমাজ ও জাতির উন্নয়ের জন্য কাজ করে আসছি। সমাজে যে সকল স্থানে ভেজাল খাদ্য পরিবেশন করা হচ্ছে সে গুলাকে নির্মূল করে ভেজাল মুক্ত খাবার উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ।'
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম বলেন, আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা আমরা যথাযথভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করব। এ জন্য সিওয়াইবি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সকল সদস্যের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি ভোক্তাদের সঠিক অধিকার নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য থাকবে।
উল্লেখ্য, কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।