জবিতে 'সব শালারাই বাটপার' স্লোগান নিয়ে সংবাদ সম্মেলন
- জবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের ৫ দফা আন্দোলনে সচিবালয়ের সামনে দেওয়া স্লোগানের ভুল উপস্থাপন নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৫ দফা আন্দোলনের মুখপাত্র এবং সংগঠক এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান লিখিত বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২য় ক্যাম্পাস আন্দোলন শুরু হওয়ার পর, মিছিলের জন্য বিভিন্ন স্লোগান তৈরি হয় তার অংশ হিসেবে ২রা নভেম্বর একটা স্লোগান যোগ করা হয়। "আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপার।" স্লোগানটি ছিলো মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে কারণ গত ৬ বছরে তারা ২য় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি, প্রকল্পের মেয়াদ ৪ বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেটভারী সহ রীতিমত পুকুরচুরির ঘটনা ঘটিয়েছে যা কোনো ভাবেই উপদেষ্টা নাহিদ কিংবা এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি।
তিনি আরো বলেন, কিন্তু দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের পেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই আপনারা ঐক্যের ফাটল ধরাতে পারবেনা না, আমরা দেশের স্বার্থে স্বৈরাচার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এক ও অদ্বিতীয়।
সাংবাদিকদের এক প্রশ্নে সংগঠক এ কে এম রাকিব বলেন, কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন নয়। সকলকে আহ্বান করা হয়েছে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। আর এতেই প্রমাণিত হয় কোন উদ্দেশ্য নাই বলেই সবাইকে ঢাকা হয়েছে।
উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ।