যবিপ্রবি "পাঠকবন্ধুর" সভাপতি আহাদ সৈকত,সাধারণ সম্পাদক মোস্তফা গালিব
- যবিপ্রবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ০৬:০৫ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের পত্রিকার ‘পাঠকবন্ধুর’ নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তফা গালিব।
গত (৯/১১/২৪)শনিবার আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান এ কমিটির অনুমোদন প্রদান করেছেন। এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন যবিপ্রবি ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, উপদেষ্টা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন সহসভাপতি রকিবুল হাসান ও মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ও মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জালিস মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ও নাঈম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব কায়সার, অর্থ সম্পাদক মো. আক্তারুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানজিলা হোসাইন বৈশাখী, সমাজকল্যাণ সম্পাদক ইমদাদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন, ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক রোকাইয়া, বিতর্কবিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম, নির্বাহী সদস্য আন্নী খান, তানজিলা, অজয় রায়, আবদুল্লাহ আল নোমান, রায়হান আহমেদ ও শেফা খানম।
উল্লেখ্য যে, যবিপ্রবির 'পাঠকবন্ধু' পূর্বেও ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ব্যক্তি এবং সমাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এরমধ্যে ক্যাম্পাস পরিষ্কার করা, গাছ লাগানো, প্রতিমাসে পাঠ চক্র আয়োজন করা উল্লেখযোগ্য।