নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৭ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৭ PM
‘মাদক মুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ শিরোনামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দশ তলায় হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, মুখ্য আলোচক ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও বিশেষ আলোচক ময়মনসিংহ পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম।
উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "ড্রাগের পেছনে প্রচুর টাকা যায়। কেউ ড্রাগ এডিক্টেড হয়ে গেলে সে আর সহজে এই পথ থেকে বের হতে পারে না। যেটার প্রভাব তার নিজের, পরিবারে তেমনি সমাজের উপর পরে। তাকে সেই বার্ডেন নিয়ে চলতে হয়। যা কখনোই সমাজের উন্নতির জন্য পজিটিভ হতে পারে না।"
মুখ্য আলোচকের বক্তব্যে পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, "আমি ক্যাম্পাস ছেড়েছি অনেক আগে, এরপর দীর্ঘবছর পুলিশে চাকরি করেছি, সেসবকিছুর অভিজ্ঞতার আলোকে আজ আপনাদের সাথে কথা বলবো। আমরা একটি সূর্যোদীপ্ত সমাজ চাই, আমরা একটা দিগন্ত উন্মোচন করতে চাই মাদক মুক্ত সমাজের।" এসময় তিনি মাদকাসক্তির কারন, মাদকাসক্তি সামাজিক কুফল-প্রভাব, মাদক সেবনের শাস্তি, মাদক প্রতিরোধের উপায় ও মাদক থেকে উত্তরণের নানান দিক আলোচনা করে বিভিন্ন ডকুমেন্টারি ও স্লাইড প্রদর্শন করেন।
পুলিশ সুপার আজিজুল ইসলাম বলেন, কোনো পরিবারের যদি কেউ একজন মাদকে আসক্ত হয়ে যায় তাহলে কিন্তু পুরো পরিবারটিই সমাজে বিব্রত হয়ে যায়। মাদকের ছাঁইদানি ফুলদানিতে রূপান্তরিত হয়ে যাক, প্রতিটি পরিবারই যেন এধরনের বিব্রতকর জীবন হতে সুন্দরভাবে বাঁচতে পারে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রক্টর ড. মো মাহবুবুর রহমান বলেন, কিছুদিন আগে শিক্ষার্থীরা আমাদেরকে কিছু দাবি দেয়, তার মধ্যে একটি ছিলো মাদক প্রতিরোধ বিষয়ক। আমি কথা দিচ্ছি মাদকের বিষয়ে বিন্দুমাত্র কোনোরকম ছাড় দেওয়া হবে না, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা আমাদেরকে এব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।