যবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রদলের ক্যাম্পেইন, শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
- যবিপ্রবি প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাম্য এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দল। এসময় তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল সম্পর্কে সঠিক ধারণা ও তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে বারো টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া,মেইনগেট এবং ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এই প্রতিনিধি দল। এসময় তাঁরা সাধারণ শিক্ষার্থীদের ৩১ দফা সম্বলিত বুকলেট, ছাত্রদলের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক পুস্তিকা বিতরণ করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন ও সোহেল রানা। তাঁরা যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য একটি বিবৃতি পেশ করেন এবং আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করেন।
ক্যাম্পেইনে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার বলেন জাতীয়তাবাদী দল বিএনপি জবাবদিহিতা মূলক রাজনীতি করে।আমাদের সকল কার্যক্রম জনগনের সম্মুখে হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবে কেউ যদি স্বেচ্ছায় আমাদের দলের কাজে অংশগ্রহণ করতে চায়, তাকে বাধা দেয়ার অধিকার কারো নেই। আমরা কাউকে জোরপূর্বক দলে আনবো না। ছাত্রদলের কেউ যদি ছাত্রলীগের মতো কর্মকাণ্ড করে বা তাদের অনুসরণ করে গেছে, তবে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার সুযোগ শিক্ষার্থীদের দেওয়া হবে। আমরা কোনো ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় না।
তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এই ক্যাম্পেইনকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন।শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস গঠনেন দাবি জানান।তারা আরো বলেন কেউ রাজনীতি প্রবেশের চেষ্টা চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে। নিষিদ্ধ ছাত্রলীগ, ছাত্রশিবির, ছাত্রদলসহ কোন ছাত্রসংগঠনের রাজনীতি ক্যাম্পাসে চলতে পারবে না। অন্যদিকে কিছু শিক্ষার্থী বলেন, যারা ইচ্ছুক তাদের রাজনীতি করতে দিতে হবে। জোর করে কাউকে রাজনীতিমুখি করা যেমন খারাপ তেমনি কেউ স্বেচ্ছায় যদি রাজনৈতিক চর্চা করে তাকে বাধা দেওয়াও তার অধিকারে হস্তক্ষেপ করা।