পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় টুর্ণামেন্টের উদ্বোধন
- মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী:
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রতিবারের মত এবারেও শুরু হলো ৯টি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ২০২৪।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় ব্যামাগারে আন্তঃঅনুষদীয় টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপ-কমিটির সভাপতি ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ:দা:) অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ।
শরীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বিশিষ্ট এন্টোমলজিস্ট অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য প্রতিযোগিতা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।