ন্যাশনাল রোবো ফেস্টে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়
  © টিবিএম ফটো

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল রোবো ফেস্ট-২০২৪’ এর 'ক্যাপচার দ্য ফ্লাগ' প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫০টি দলের মাঝে ৩য়, ১২তম ১৭ তম স্থান অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 'টিম সাইবার নাইটস', 'টিম লল পাপা', 'টিম ক্র্যাকারস'।

৩য় স্থান অর্জনকারী দলটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইউসুফ আবদুল্লাহ ফাহিম ও ফারহানা মাহবুবা এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের স্পন্দন রেমা অংশ নেন। জানা যায়, প্রতিযোগিতায় অংশ নেয়া ১৫০টি দলের মাঝে প্রাথমিক পর্বে ৩৫টি দলকে বাছাই করা হয়। প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও বাংলাদেশ প্রকৌশন বিশ্ববিদ্যালয়ের দুটি দল।

এছাড়াও ১২ তম অবস্থান করা 'টিম লল পাপায়' মো. খাইরুল ইসলাম , মোছা. রোকেয়া আক্তার, উম্মে লুৎফিয়া আফরোজি ও মুবাশ্শিরা মৃদুলা এবং ১৭ তম অবস্থান করা 'টিম ক্র্যাকারসে' ওমর ফারুক তালুকদার জাকি এবং তৌসিফ মায়িন, মো. মেহেদী হাসান ও সালমান সাদিক উচ্ছ্বাস অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারী সকলেই সিএসই বিভাগের শিক্ষার্থী। 

নিজের অনুভূতি নিয়ে সিএসই বিভাগের বিজয়ী শিক্ষার্থী ইউসুফ আবদুল্লাহ ফাহিম বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত NRF CTF 2024-এ ৩য় স্থান অর্জন করা ছিলো অসাধারণ একটি অভিজ্ঞতা। এখানে বিভিন্ন ধরনের ওয়েব হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক, মেশিন লার্নিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর চ্যালেঞ্জ ছিলো। সবই ছিলো জটিল এবং উপভোগ্য। আমরা ১৫০টি টিমের সাথে প্রতিযোগিতা করে ফাইনাল রাউন্ডে ৩য় হয়ে অনন্দিত। আগামীতে যেনো আরো ভালো কিছু করতে পারি তার জন্য কাজ করে যাবো।