পাবিপ্রবিতে পাঠকবন্ধুর নবীন বরণ অনুষ্ঠিত
- নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি;
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠকবন্ধুর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার(১৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নিচতলায় গ্যালারী-২তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা দপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, এ অনুষ্ঠানে এসে পাঠকবন্ধু সম্পর্কে জানতে পেরে ভালো লাগছে যে, তারা দক্ষ ও মানবিক মানুষ তৈরীতে কাজ করছে। নবীনদের প্রতি আমার প্রত্যাশা থাকবে যে, তোমরা পাঠকবন্ধুর এমন সৃষ্টিশীল কাজের সঙ্গে থেকে একজন ভালো মানুষ হয়ে উঠবে। পাশাপাশি তিনি পাঠকবন্ধুকে শিক্ষার্থীদের কাউন্সিলিং এ জোর দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠকবন্ধু পাবিপ্রবি শাখার আহ্বায়ক নাজমুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এসময় পাঠকবন্ধুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।