নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হলেন মাসুদুর রহমান
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৯ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিয়োগ পেয়েছে বিভাগটির সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।
সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ২৪ এর উপধারা ৩ অনুযায়ী আগামী ৩ বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দায়িত্ব ভাতা এবং অন্যান্য সুবিধা পেয়ে থাকবেন।
উল্লেখ্য, মো. মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ২০১৯ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। এছাড়া বর্তমানে বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।