'রংপুর বিশ্ববিদ্যালয়' নাম ফেরত চেয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
- বেরোবি প্রতিনিধি,
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৪৭ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ ফেরত চেয়ে উপাচার্যের মাধ্যমে শিক্ষাউপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরোবি শিক্ষার্থীরা ।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর কাছে স্মারকলিপিটি তুলে দেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ।
স্মারকলিপিতে বলা হয়, রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল ‘রংপুর বিশ্ববিদ্যালয়’। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার রংপুর বিশ্ববিদ্যালয় নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিল। পরে শেখ হাসিনা নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করতে ২০০৯ সালে এ বিশ্ববিদ্যালয়টির নামফলক ও নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) করেন। অথচ, বেগম রোকেয়া সরকারি কলেজ নামে নগরীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত। এছাড়া বেগম রোকেয়ার নামে পায়রাবন্দে একটি সরকারি কলেজ, একটি হাইস্কুল ও নগরীতে একটি বালিকা বিদ্যালয়ও রয়েছে। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহাল এবং শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত একটি হলের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া হল করার দাবি জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপাচার্য জানান, এ স্মারকলিপি ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি অংশ। যত শিগগির সম্ভব যেন এ দাবি পূরণ করা হয়। কারণ সব বিভাগীয় শহরে বিভাগের নামে বিশ্ববিদ্যালয় রয়েছে। রংপুরেও এটা থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট মিটিংয়েও এ বিষয়ে আলোচনা করবো।
উল্লেখ্য, স্মারকলিপি প্রদানের আগে বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগের শিক্ষার্থীদের গণস্বাক্ষর নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরোবি প্রতিনিধিরা।