কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ

কুবি
  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক আত্মপ্রকাশ করেছে।

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহী এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের জানানোর মাধ্যমে আত্মপ্রকাশ করেন তারা। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহির সাথে কথা বলতে চাইলে তিনি নিশ্চিত করেন তিনি সভাপতি পদে আছেন। তবে পূণাঙ্গ কমিটির বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করেন।

এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাজহারুলের সাথে কথা বলার সময় তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পরিচয় দেন।