নজরুল বিশ্ববিদ্যালয়ে চলছে সপ্তাহব্যাপী সিএসই ফেস্ট

নজরুল বিশ্ববিদ্যালয়
  © টিবিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে চলছে সপ্তাহব্যাপী সিএসই ফেস্ট। রবিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সফটওয়্যার ল্যাব-১ রুমে ফেস্টের উদ্বোধন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলা ফেস্টে থাকছে নানান ধরনের আয়োজন। থাকছে প্রোগ্রামিং কনটেস্ট, সাইবার সিকিউরিটি কনটেস্ট, ব্লকচেইন সেমিনার, ক্রিকেট (ছেলে ও মেয়ে উভয়ের) ইন্ডোর গেমস (লুডো, বালিশ, হাড়িভাঙা, দাবা, ক্যারম), কম্পিউটার গেমস, মোবাইল গেমস , বিতর্ক প্রতিযোগিতা। এছাড়াও থাকছে শিক্ষকদের খেলার প্রতিযোগিতা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করবে।

পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (১৮ নভেম্বর) সিএসই বিভগের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে প্রোগ্রামিং কন্টেস্ট ও ব্লকচেইন সেমিনার। ২১ নভেম্বর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে সমাপ্ত হবে আয়োজনটি। প্রতিবছরই এমন আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। শিক্ষার্থীরাও এ বিষয়ে আনন্দ প্রকাশ করেন।

সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম তুষার বলেন, সপ্তাহব্যাপী এই ফেস্টে যেমন ইনডোর খেলা থাকছে তেমনি থাকছে ক্রিকেটও। এছাড়া প্রোগ্রামিং কন্টেস্ট, কম্পিউটার গেইম, মোবাইল গেইম আমাদের অনেকেরই ভালো লাগার জায়গা। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বিভাগের এমন আয়োজন আমাদের সাহায্য করে। 

বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ সুজন আলী বলেন, একটা জীবন পরিচালনার জন্য যেসব অভিজ্ঞতার দরকার, বিশ্ববিদ্যালয় সেটা প্রদানের উপযুক্ত জায়গা, শিক্ষার্থীরা এখান থেকে চলে যাবার পরেও যেন দেশে ও পৃথিবীতে ভালো ভূমিকা রাখতে পারে, সে ব্যাপারে শিক্ষার্থীদের স্কিলড করে তুলতেই আমাদের এই ফেস্টের আয়োজন।