রাবিপ্রবিতে ছাত্র হলের আয়োজনে শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্ট

রাবিপ্রবি
  © টিবিএম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের আয়োজনে এবং শারীরিক শিক্ষা বিভাগের সহযোগিতায় একটি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় রাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের আর্থিক,প্রশাসনিক এবং একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন রাবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা,ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান আসিফা নার্গিস,ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ দত্ত, ছাত্র হলের প্রভোস্ট এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, পি এস টু ভিসি(সহকারী রেজিস্ট্রার) নৃপেন চাকমা এবং শারীরিক শিক্ষা বিভাগের সহকারী ফিজিক্যাল ইন্সট্রাক্টরসহ রাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

ফাইনাল ম্যাচে দুই দলের প্রতি দলে ৯ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে এবং আট ওভারে খেলা শেষ হয়।

ফাইনাল ম্যাচে ছাত্র হলের থার্ড ফ্লোর ক্রিকেট টিম চ্যাম্পিয়ন এবং গ্রাউন্ড ফ্লোর ক্রিকেট টিম রানার্স আপ হয়।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন গ্রাউন্ড ফ্লোরের সাকিব রহমান এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন থার্ড ফ্লোরের সাইদ।

ম্যাচ শেষে অতিথিদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপ টিমের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, রাবিপ্রবির ছাত্র হলের উদ্যোগে ৮ নভেম্বর থেকে ছাত্র হলের ফ্লোর ভিত্তিক শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।