নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলে ৪ হাউজ টিউটর নিয়োগ

নজরুল বিশ্ববিদ্যালয়
  © টিবিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ৪ জন হাউজ টিউটর নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ২টি চিঠিতে এ তথ্য জানানো হয়।

হলটিতে নতুন হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক খাদিজা খাতুন। পাশাপাশি পুনরায় হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক তন্বী সাহা ও অর্থনীতি বিভাগের প্রভাষক মাসফিকুন্নাহার শারমিন।

চিঠিতে যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী ২ বছরের জন্য তাদেরকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর হিসেবে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করা হয়। এছাড়াও তারা বিধি মোতাবেক এ পদের সকল সুবিধাদি প্রাপ্য হবেন।