জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ২৪ নভেম্বর থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা

নজরুল বিশ্ববিদ্যালয়
  © টিবিএম

জুলাই-আগস্ট শহীদদের স্মরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে প্রতিযোগিতায়। 

আগামী রবিবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমে উদ্বোধনীর মাধ্যমে শুরু হবে প্রতিযোগিতা। শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এবং আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার নিয়ম অনুযায়ী খেলা পরিচালিত হবে। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত রেফারীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। খেলার ফিকচার ও প্রদত্ত সময়সূচী অনুযায়ী সকল খেলা অনুষ্ঠিত হবে এবং কোন অবস্থাতেই সময়সূচীর পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবেনা। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খেলা লীগ কাম নক-আউট পদ্ধতিতে এবং ৬০ মিনিট অনুষ্ঠিত হবে। খেলায় বিজয়ী জয়ী দল ৩ পয়েন্ট এবং ড্র হলে উভয় দল ১ পয়েন্ট করে পাবে। গ্রুপ পর্বের সকল খেলা শেষে প্রতি গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল পরবর্তী কোয়ার্টার ফাইনাল রাউন্ডে যাবে। পয়েন্ট সমান হলে গোলসংখ্যা, খেলোয়াড়সুলভ আচরণকে বিবেচনা করা হবে এবং কোয়ার্টার ফাইনাল রাউন্ডে নির্ধারিত সময়ে ফলাফল না আসলে সরাসরি টাই-ব্রেকিং অনুষ্ঠিত হবে। কোনো দল খেলা শুরুর নির্ধারিত সময়ে যদি মাঠে উপস্থিত না থাকে তবে অতিরিক্ত ২০ মিনিট অপেক্ষার পর উপস্থিত দলকে বিজয়ী ঘোষণা করা হবে বলে নিয়মাবলিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও বলা হয়, প্রতিটি দল খেলা শুরুর ২০ মিনিট পূর্বে বিভাগীয় প্রধানের স্বাক্ষরকৃত ম্যানেজার (শিক্ষক) ও খেলোয়াড়দের নামের তালিকা পরিচালনা কমিটির কাছে জমা দিতে হবে। সকল খেলোয়াড়কে বাধ্যতামূলক খেলোয়াড়ী সরঞ্জাম পরে খেলায় অংশগ্রহণ করতে হবে। অনাকাঙ্ক্ষিত কারণে যদি কোনো খেলা বন্ধ হয় বা স্থগিত হয় তবে ম্যাচটি বাতিল হবে এবং পুনরায় অনুষ্ঠিত হবে। কোনো বিভাগের মাস্টার্স সম্পন্নকারী শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও খেলা চলাকালীন সময়ে খেলোয়াড়, কর্মকর্তা, দল ও দলের অনুসারীদের দ্বারা কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে দলটিকে টুর্নামেন্ট থেকে সাময়িক বহিষ্কার বা চূড়ান্ত বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় খেলার মাঠের বেহাল দশার কারণে দীর্ঘদিন কোন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি শারীরিক শিক্ষা দপ্তর। তবে নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম যোগদানের প্রথমদিনই অতি শীঘ্রই ফুটবল প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেন।