রাবিতে বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের নবীনবরণ অনুষ্ঠিত

রাবি
  © টিবিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ নবীনবরণ অনুষ্ঠান হয়।

বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর রাবি শাখার পরিচালক আরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

বিশেষ অতিথির বক্তব্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বলেন, একটা দেশকে পরাধীন করার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক ছাড়াও সংস্কৃতিকেও মেরে ফেলার মাধ্যমে পরাধীন করে ফেলা যায় এবং এটা আমরা অনেক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়। 

আমরা আমাদের দেশকে আবার নতুন করে যেমন পেয়েছি আমাদের উচিৎ আমাদের সংস্কৃতিকে পুনর্জীবিত করা এবং আমাদের সংস্কৃতিকে আকড়ে ধরার জন্য এই ধরনের সংস্থার সাথে যুক্ত হতে আহ্বানও জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, বিকল্প কথাটি তখনই সামনে আসে, যখন স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়। যারা বিকল্প পথে কাজ করে এসেছেন, তাদের পথ কখনো মসৃণ ছিল না।

এছাড়াও বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মাহফুজুর রহমান আখন্দ বলেন, 'আমাদের মধ্যে বিগত সময়ে সাংস্কৃতিক প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হয়েছে । আমাদের বোঝানো হয়েছে সংস্কৃতি মানে বেহায়াপনা, সংস্কৃতি মানে অশ্লীলতা। কিন্তু আমরা আজকে একটা সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে পেরিছি। আমরা এখন বলতে পারি সংস্কৃতি মানে বিকল্প ধারার চিন্তা ভাবনার একটা মাধ্যম।'

এসময় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীবসহ বিভিন্ন বিভাগের তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।