ঢাবির টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

টিএসসি
  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ডেমরার সারুলিয়ার শুকুরশী এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে।

গতকাল বুধবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। সজীব গুলিস্তানে স্টেডিয়াম এলাকায় মোবাইল মেরামত করার কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনেরা।

সজীবকে হাসপাতালে নিয়ে আসা মো. মোজাহিদ বলেন, আমরা রক্তাক্ত অবস্থায় টিএসসি এলাকায় তাঁকে পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি ঢাবির টিএসসি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হন ওই যুবক। এ সময় মোটরসাইকেল চালক ও যুবকটি হেলমেট পরেননি বলে জানতে পেরেছি। মোটরসাইকেল দ্রুত গতিতে থাকায় একটি গর্তে পড়ে গিয়ে এই ঘটনাটি ঘটে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত সোয়া ২টার দিকে তাঁর মৃত্যু হয়।’