নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাপ্ত হলো সপ্তাহব্যাপী সিএসই ফেস্ট-২০২৪
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫২ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫২ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সমাপ্ত হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত 'সিএসই ফেস্ট-২০২৪'। পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই আয়োজন হয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সপ্তাহ ধরে চলা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। যার মাঝে ছিল প্রোগ্রামিং কনটেস্ট, সাইবার সিকিউরিটি কনটেস্ট, ব্লকচেইন সেমিনার, ক্রিকেট (ছেলে ও মেয়ে), ইন্ডোর গেমস (লুডো, বালিশ, হাড়িভাঙা, দাবা, ক্যারম), কম্পিউটার গেমস, মোবাইল গেমস, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষকদের হাড়ি ভাঙা ও অন্যান্য খেলা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, সিএসই ফেস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশে ভূমিকা রাখছে। বাংলাদেশের প্রকৌশল খাতে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে সাফল্য অর্জন করেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগও তার কাজের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করবে।
বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, এই সিএসই ফেস্ট একটি চমৎকার উদাহরণ, যেখানে পঠন-পাঠনের সাথে সাথে বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। আমি সিএসই বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীকে ধন্যবাদ জানাই, যারা সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য একযোগে কঠোর পরিশ্রম করেছেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. সুজন আলী বলেন, একটা বিভাগে শিক্ষা কার্যক্রম গুলো কেমন হলে শিক্ষার্থী অনুকূল হয় সেটা অনেক সময় আমরা বুঝতে পারিনা। একটা বিভাগের শিক্ষার পরিবেশ সুষ্ঠু হতে হলে সেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো থাকাটা অনেক জরুরি। তাই আমরা মনে করি সিএসই ফেস্ট বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের একটি অন্যতম রাস্তা হতে পারবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোছা. জান্নাতুল ফেরদৌসসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।