বঙ্গবন্ধু হলের পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন ইবি ভিসি
- ইবি প্রতিনিধি;
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে পোনা অবমুক্ত করেছেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। রবিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হল পুকুরে এ পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, হাউজ টিউটর অধ্যাপক ড. সেলিম রেজা ও এস্টেট প্রধান মো. আলাউদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব মাসুদ রুমি মিথুন ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানসহ আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, হলের পুকুরে তেলাপিয়া গ্রাসকার্প, মৃগেল, কাতলা, রুই, মিনার কার্প, সিং, কৈ-সহ বিভিন্ন প্রজাতির ১০০ কেজি পোনা অবমুক্ত করা হয়। এই উদ্যোগকে সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন।
এসময় বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পুকুরের চারপাশে যে ময়লা আর্বজনা গুলো আছে সেগুলো ভলান্টিয়ার হিসেবে শিক্ষার্থীদের দ্বারা করিয়ে পেমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। এতে শিক্ষার্থীরা আর্থিকভাবে উপকৃত হবে। এসময় তিনি স্টেট প্রধানকে বলেন, স্টেট যে ছোট ছোট কাজগুলো আছে ওইগুলোও শিক্ষার্থীদের দ্বারা করানোর নির্দোশ দিয়েছেন। এসময় হল প্রভোস্টও স্টেট প্রধানকে এসব কথা বলেন।