বিশ্ববিদ্যালয়ে পশ্চিমা কালচার অনুসরণ করা যাবে না: প্রফেসর মোখতার আহমাদ

বেরোবি
  © টিবিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে দাওয়াহ সোসাইটি। উক্তানুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোখতার আহমাদ নবীন শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশ্চিম কালচার দূর করতে হবে। যে জ্ঞান অর্জন করা ফরজ সেটি আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন না। বিশ্ববিদ্যালয়ে যে নীল সংস্কৃতি আসে এগুলো পরিত্যাগ করুন। ফিজিক্যাল মাদবদ্রব্য তো এখন প্রকাশ্যে।এগুলো যারা তৈরি করেছে তাদের প্রত্যাখ্য করেন।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে শুরু হওয়া নবীন বরণ অনুষ্ঠানে তাদের বরণ করে নেয় সংগঠনটি।

এসময় শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, আবু সাঈদ যেন ন্যায়বিচার পান। সবাই আবু সাঈদের জন্য দোয়া করবেন।

নবীন বরণ অনুষ্ঠানে আসা সনাতন ধর্মাবলম্বী অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী অর্ণব রায় বলেন, আমি মনে করি জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই ধরনের বড় একটি আয়োজনের অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে।

বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম বলেন, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। আল কুরআনের আয়াতের উল্লেখ করে বলেন, যদি কেউ পৃথিবীতে সফলতা অর্জন করতে চান তাহলে ফজরের নামাজের পর দুনিয়াতে রিজিকের তালাশ করতে হবে।

দাওয়াহ সোসাইটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বায়েজিদ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোখতার আহমেদ। এছাড়াও বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম, ইন্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব আব্দুর রকিব প্রমূখ।

এসময় বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের এক হাজার শিক্ষার্থীকে একটি অর্থসহ কুরআন, একটি টি-শার্ট, একটি চাবির রিং, এবং একটি কলম দেওয়া হয়।