রুচি বিউটিগ্রামে বিজয়ী নজরুল বিশ্ববিদ্যালয়ের আশরাফুল

নজরুল বিশ্ববিদ্যালয়
আশরাফুল ইসলাম জুবায়ের  © টিবিএম

'রুচি বিউটিগ্রাম সিজন-৬' তে ট্রাভেল ব্লগ ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের। শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর 'আলিয়স ফ্রসেজ' এ প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

এবারের প্রতিযোগিতায় 'নতুন বাংলাদেশ' থিমের উপর ১৫০০০-এর অধিক ট্র্যাভেল ছবি, ভিডিও এবং গল্প জমা দেন প্রতিযোগিরা। সেখান থেকে নির্বাচিত প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে হয় 'মাস্টারক্লাস'। পরে বিচারকদের দেয়া টাস্কে ৭৪টি ছবি, ১৩টি ভিডিও ও ১৬টি গল্প দিয়ে সাজানো হয়েছিল প্রদর্শনীটি। চূড়ান্ত প্রদর্শনী থেকে বিচারকদের রায় এবং দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে বেছে নেয়া হয় বিজয়ীদের।

জয়ী হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে আশরাফুল ইসলাম জুবায়ের বলেন, ট্রাভেল ব্লগ ক্যাটাগরিতে বিজয়ী হতে পেরে আমি খুবই আনন্দিত। এতদিন যাবৎ যাদের কাজ দেখে এসেছি সেসব মানুষদের সামনাসামনি দেখার সুযোগ হয়েছে। নতুন অনেক কিছু শিখতে পেরেছি। আমার ছবি তোলাতেই বেশি আগ্রহ, তবে গল্প লিখতেও ভালো লাগে। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় নিজের অবস্থান রাখতে চাই।

এবারের আসরের বিচারক হিসেবে ছিলেন লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং ট্র্যাভেলার ও পাখি বিশারদ অণু তারেক। উল্লেখ্য, গল্প ক্যাটাগরিতে ১ম ও ২য় স্থান অর্জন করেন ইমা নূর ও ডক্টর মুহাম্মাদ ইদ্রিস।