আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ববি’তে বিক্ষোভ
- ববি প্রতিনিধি;
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:১৪ PM
চট্টগ্রামে উগ্রবাদী দেশদ্রোহী ইসকনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিলে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবী করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।
বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে, স্বৈরাচারী দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করছে। আমরা ছাত্রসমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবো, ছাত্র সমাজ এর আগে ও স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমরা আবারো রক্ত দিবো। ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের হাসিবুল হাসান, লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, রেজা শরীফ, সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৯ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ প্রমুখ।