যবিপ্রবিতে আইনজীবী হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
- যবিপ্রবি প্রতিনিধি:
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং চারদফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ মুসলিম শিক্ষার্থীরা। এসময় অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দেশদ্রোহী ইসকন সংগঠনের বিরুদ্ধে নানা স্লোগান এর মাধ্যমে ক্যাম্পাসে ইসকন নিষিদ্ধের দাবি জানায় তারা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে একাডেমিক ভবন ঘুরে প্রসাশনিক ভবনের নিচে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা,১২৩৪ ইষ্কন তুই বাংলা ছাড়,ইস্কনের ঠিকানা,এই বাংলায় হবে না,ইষ্কন তুই জঙ্গি,ফ্যাসিবাদ এর সঙ্গী ,একশন টু একশন,ডাইরেক্ট একশন,ইষ্কন এর বিরুদ্ধে,ডাইরেক্ট একশন,জঙ্গিবাদের বিরুদ্ধে,ডাইরেক্ট একশন,উগ্রবাদের বিরুদ্ধে, আবু সাইদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত বিভিন্ন স্লোগান দেয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জোলার যুগ্মআহ্বায়ক হাবিব শান ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে ক্যাম্পাসে ইসকন কে নিষিদ্ধের জন্য বিশ্ববিদ্যালয় প্রসাশনকে আহ্বান জানান। গনিত বিভাগের শিক্ষার্থী সুমন আলী বলেন, ইসকন কোন সাধারণ হিন্দু ভাইদের সংগঠন নয়। এটি একটি উগ্রবাদী সংগঠন। যা হিন্দু- মুসলিম দের মধ্যে সম্পর্ক নষ্ট করছে।
বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা একটি চক্রান্ত চালাচ্ছে। ১৭ বছরের স্বৈরাচারী দোসররা ইসকনকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলছে। এসময় তিনি চার দফা-দ্রুত সময়ে ইসকন কে নিষিদ্ধ করতে হবে, স্বৈরাচারের দালাল যারা এখনো বাইরে অবস্থান করে বেতন ভাতা নিচ্ছে, তাদের বেতন ভাতা অতিসত্বর বন্ধ করতে হবে। ক্যাম্পাসে স্বৈরাচারের চিহ্ন যেমন হল, একাডেমিক ভবন ও জিমনেসিয়াম এর নাম পরিবর্তন করতে হবে, ক্যাম্পাসে যারা ইসকনের সদস্য হয়ে বিভিন্ন পদে অবস্থান করছে তাদের কে পদ থেকে বরখাস্ত করতে হবে।