জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাবি ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ

রাবি
  © টিবিএম

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিন্নধর্মী উদ্যোগের বাস্তবায়ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল।

গত ২৮ নভেম্বর বিপ্লবের চেতনা উজ্জীবিত রাখতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এসব ফেস্টুন লাগান তারা। 

ফেস্টুনগুলোতে ২৪'র বিপ্লবের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে দূর্বিসহ সময়ে রক্ত ও জীবন দানের প্রতিচ্ছবি জ্বলন্তভাবে ফুটে ওঠে। এ উদ্যােগ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।

কেন তার এমন উদ্যোগ এ প্রশ্নের জবাবে শফিক বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে আমরা স্বৈরাচার হাসিনার আওয়ামী ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্তি পেয়েছি। জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশের চেতনাকে ধারণ করে আমাদের চলতে হবে। যাদের আত্মত্যাগে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে তাদেরকে সবসময় আমাদের স্মরণে রাখতে হবে। তাই জুলাইয়ের বিভিন্ন নির্মমতা সাধারণ শিক্ষার্থীদের সামনে আরো ভালোভাবে তুলে ধরতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ন ছবি দিয়ে বানানো ফেস্টুন লাগানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, আহসান হাবিব, আহ্বায়ক কমিটির সদস্য তাকবীর আহমেদ ইমন, জিয়া সাইবার ফোর্স রাবি শাখার সভাপতি রাসেল রানা, ছাত্রনেতা জাকির হোসেন, মাহবুব মোর্শেদ এলিন, সৈয়দ সাজহারুল ইসলাম সাজু, সবুজ শাহরিয়ার, রায়হান ইবনে তাহের, রায়হান কবির, শেখ রনি, মেহেদী হাসান জেমস, রাবিত আহম্মেদ, এসআর নির্জয়, শাহরিয়ার হোসেন, আরাফাত, সারোয়ারসহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীবৃন্দ।