তারেক রহমানের খালাস, মিষ্টি বিতরণ করলো ঢাবি ছাত্রদলের একাংশ

ঢাবি
  © টিবিএম

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ।

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন ছাত্রদল নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তালুকদার সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফি লাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরেফিন তন্ময়, সদস্য মাহবুবুর রহমান ,সদস্য হাসান তারেক হিমেল। আরও উপস্থিত ছিলেন বিজয় একাত্তরের হল ছাত্রদলের কর্মী রাকিবুল হাসান রাকিব, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের কর্মী মো. জাহিদুল ইসলাম, হারুন। শহীদুল্লাহ্ হলের ওয়ালিউর রহমান, একুশে হলের মাহাদী হাসান সানিম এবং  মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের কর্মী তুহিন।