রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইকোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত

রবি
  © টিবিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইকোনমিক্স স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-২ মাঠে গ্রান্ড ফাইনালটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার, বিশেষ অতিথি হিসেবে ইকোনমিকস স্পোর্টিং ক্লাবের মডারেটর ইসরাত জাহানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

নারী ব্যাডমিন্টন টিম বিলিভার ও টিম স্পার্ক লিংক-৭ মুখোমুখি হয়ে "টিম বিলিভার" বিজিত হয় ও পুরুষ ব্যাডমিন্টন টিম হান্টার ও টিম আনফিট অংশগ্রহণ করে "টিম হান্টার" জয়লাভ করে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার বলেন, অর্থনীতি বিভাগ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলোতে গুরুত্ব দেয়। যার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। যার মাধ্যমে সেরা প্লেয়ার বির্নিমাণ করতে চাই। তিনি আরো বলেন, অর্থনীতি বিভাগ স্পোর্টস এর পাশাপাশি অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে ও একাডেমি কর্মকাণ্ড দেখাশোনা করে থাকে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিম কে পুরস্কার বিতরণ ও শুভকামনা জানান।

ইকোনমিক্স স্পোর্টিং ক্লাবের মডারেটর ইসরাত জাহান ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা, সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়, পিংকি রানী দে, প্রভাষক এস.এম. আশরাফ হোসেন এবং শিক্ষার্থীবৃন্দ।