সবুজায়নের লক্ষ্যে ছাত্রদলের একাংশের বৃক্ষরোপন কর্মসূচী

ঢাবি
  © টিবিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার ৩১ তম দফার যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালার অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ছাত্রদলের একটি অংশ।

সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে আজ সোমবার (২ ডিসেম্বর ) কেন্দ্রীয় শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের এস এম হল ও পলাশীসহ  আশেপাশে ১০০টি নিমের চারা রোপণ করা হয় বলে জানা যায়।

রাজু আহমেদ বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১টি দফা দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটি দফা ছিল পরিকল্পিত নগরায়ণ। যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালার অংশ হিসাবেই আজকের এই কর্মসূচী পালন করেছি।”

কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বাবু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরণ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহল রানা, ঢাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জিয়া হল ছাত্রদলের সহ-সভাপতি নওরোজ আমিন দ্বীপ্ত, বুটেক্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কাজল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিপু আহমেদ, তেজগাঁও কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাজিম, বাংলা কলেজের তরিকুল ইসলাম নয়ন, ডেফোডিল ইন্টারন্যাশনালের সহ-সভাপতি হাবিব, খাইরুল, মুজিব, নাইম, রাকিব, জিকু, ফরহাদ, আরিফ ,কুশল প্রমুখ।