ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

যবিপ্রবি
  © টিবিএম ফটো

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০:১০ ঘটিকায়  বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল এবং মুন্সি মেহেরুল্লাহ হল গেট থেকে  বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

এসময় যবিপ্রবির শিক্ষার্থীরা ইসকন ও ভারত বিরোধী স্লোগানে এবং নাড়ায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত করে তুলেন যবিপ্রবির ক্যাম্পাস। নাড়ায়ে তসকবীর, আল্লাহু আকবর, ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, 'ভারতের আগ্রাসন মানি না, মানবো না', ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,  ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী ইত্যাদি বিভিন্ন স্লোগানে বিশ্ববিদ্যালয় হল গেট, একাডেমিক ভবন, ডরমিটরি এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করে।

মিছিল শেষে শিক্ষার্থীরা জানান, আমরা  উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন  ন্যাককার জনক কর্মকাণ্ড মেনে নেব না।আমরা ভারতের বিভিন্ন উৎসবে ইলিশ পাঠায় আর তার বিনিময়ে তারা সীমান্তে আমাদের লাশ উপহার দেয়। আগরতলায় তারা যে বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে  তার দায় অবশ্যই ভারড সরকারকে নিতে হবে। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের সঠিক বিচার করতে হবে।এবং এই ন্যাককার জনক হামলার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়তে হবে। 

এর আগে  বিভিন্ন উগ্র হিন্দু সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ৫০০ মিটার অদূরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।বেলা ১টায় বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাইকমিশন অভিমুখে রওনা করে। মিশনের ২০০ মিটার অদূরে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর বাঁধার মুখে সেখানে তারা জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর দূর্বল বাঁধা অতিক্রম করে মিশনের মূল গেইটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে।পরবর্তীতে তারা উপ- হাইকমিশনার এর কার্যালয়ে আক্রমণ করে ভাঙ্গচুর করে।