টেক্সটাইল আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা 'ইনক উইজার্ডস' অনুষ্ঠিত

বুটেক্স
  © টিবিএম

শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাবের উদ্যোগে জাতীয় পর্যায়ের অনুষ্ঠিত হয়েছে টেক্সটাইল আর্টিকেল রাইটিং প্রতিযোগিতা ইনক উইজার্ডস ২০২৪। সারা দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের সৃজনশীল কাজকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন।

প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় অনলাইনে, যেখানে অংশগ্রহণকারীরা তাদের লেখা উপস্থাপন করেন। সেখান থেকে বিচারকরা সেরা ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করেন। চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সহযোগী অধ্যাপক ড. মো: এমদাদ সরকার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিল এবং উত্তরা ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক ডক্টর সৈয়দ রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইএফটি'র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফসানা জাহান মীম, ইন্ডাস্ট্রিয়া-একাডেমিয়ার সিইও ও কো-ফাউন্ডার বুলবুল আহমেদ, ব্ল্যাক হোয়াইট এর সিইও সুকান্ত রায় এবং সারটে ফ্যাশন-এর সিইও মাহবুব হোসাইন। এছাড়াও সায়েন্স অ্যান্ড রিসার্চ ক্লাবের উপদেষ্টামন্ডলী এবং কলেজের প্রিন্সিপাল অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করেন ডক্টর ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আরাফাত খান প্রিতম। দ্বিতীয় স্থান অর্জন করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সালমান আহমেদ। তৃতীয় স্থান অধিকার করেন ডক্টর ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইসতিয়াক হোসাইন।

এই প্রতিযোগিতার সফল বাস্তবায়নে সহযোগিতা করেছে এআইএফটি, কোডস ক্লোথিং কো., ব্ল্যাক হোয়াইট, সারটে ফ্যাশন, বাংলাবাজার বুকস, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি, ভাই ব্রাদার টেক্সটাইল, এক্সসিলেন্স বাংলাদেশ এবং ইন্ডাস্ট্রিয়া অ্যাকাডেমিয়া।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে অতিথিরা এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।