ক্যাম্পাস পরিচ্ছন্নতা উৎসাহ প্রদানে
ববিতে চালু হচ্ছে "এনভায়রণমেন্টাল কনজারভেশন অ্যাওয়ার্ড"
- ববি প্রতিনিধি;
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ PM
ক্যাম্পাস পরিচ্ছন্নতার বিষয়ে উৎসাহ প্রদানের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মত "এনভায়রণমেন্টাল কনজারভেশন অ্যাওয়ার্ড” প্রবর্তনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এই অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা দেন তিনি।
এসময় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির লক্ষ্যে কি কি বিষয়কে প্রাধান্য দেয়া প্রয়োজন এবং কিভাবে এ বিশ্ববিদ্যালয়টিকে আরও সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করা যায় এ বিষয়ে স্টেকহোল্ডার হিসেবে শিক্ষার্থীদের পরামর্শ ও মতামত চান। উপাচার্য মহোদয় বলেন, আমার মূল লক্ষ্য হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করা। এ লক্ষ্যে প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান উপাচার্য মহোদয়।
এ সময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ বিভাগের বিভিন্ন সমস্যাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপ্রতুলতা তুলে ধরেন। শিক্ষার্থীরা এসময় ক্লাশরুম সংকট দূরীকরণ, আবাসন সমস্যার সমাধান, মেডিকেল সেন্টারের পর্যাপ্ত সুযোগসুবিধা বৃদ্ধিকরণ, মানসিক স্বাস্থ্য বিষয়ে সেমিনার আয়োজন, ল্যাব সুবিধা বৃদ্ধিকরণ, বোটানিক্যাল গার্ডেন নির্মাণ, ক্যাম্পাসে পরিকল্পিত সবুজায়ন ও সৌন্দর্যবর্ধণ, কেন্দ্রীয় লাইব্রেরিতে বিভাগ ভিত্তিক পুস্তকের সংখ্যা বৃদ্ধিকরণ, ওয়েবসাইট আধুনিকীকরণ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন সেবা সহজীকরণ, ক্যাম্পাসে আলোকসল্পতা দূরীকরণ, পর্যান্ত ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় উপাচার্য মহোদয়ের নিকট উপস্থাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন শিক্ষার্থীদের বলেন, আমরা ইতোমধ্যে উপরোক্ত বিষয়গুলো সমাধানের প্রক্রিয়া শুরু করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে তা শেষ করা হবে মর্মে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এসময় উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতার বিষয়ে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত "এনভায়রণমেন্টাল কনজারভেশন অ্যাওয়ার্ড” প্রবর্তনের ঘোষণা দেন।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে সভায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ.টি.এম. রফিকুল ইসলাম।