ববি’র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে চলছে ছাত্রদলের মিছিল

ববি
  © টিবিএম

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকলেও ক্যাম্পাসের ভিতরে প্রকাশ্যেই ছাত্রদলের ব্যানেরে মিছিল করতে দেখা গেছে সংগঠনটির একাংশের।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উশৃঙ্খল সদস্য কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে তারা।

ক্যাম্পাসের ভিতর রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদল কেন প্রকাশ্যে মিছিল করেছে জানতে চাইলে মিছিলের নেতৃত্বে থাকা শান্ত ইসলাম আরিফ বলেন, আমরা আমাদের সাংবিধানিক অধিকার চাইতেই পারি। এছাড়া এই বিক্ষোভ মিছিলে সকল সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে ছিলো। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে এটি আইন বিরোধী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ক্যাম্পাসের ভিতর এখন সবই চলছে, এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এখন একটি রাজনৈতিক দলে রূপ দিয়েছে। এছাড়া সবার আগে আমার দেশ। তাই এটি আমাদের অধিকার।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. টি. এম. রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। মাত্র আপনার কাছ থেকেই বিষয়টি জানতে পারলাম। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এখনো নিষিদ্ধ রয়েছে তাই যারা এটি করেছে তারা ঠিক করেনি। এ ব্যাপারে প্রশাসনকে পদক্ষেপের বিষয় বলবো, আমি এখনি বলতে পারবো না তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওযা হবে। তবে বিষয়টি আমি জেনে তারপর বলতে পারবো।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। শিক্ষার্থীদের দাবির মুখে ৮৫ তম সিন্ডিকেটের সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।