রাবিতে জুলাই বিপ্লব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

রাবি
  © টিবিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই বিপ্লব ২৪ স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ০৬টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
এ টুর্নামেন্টে চ্যম্পিয়ান হয়েছেন শহীদ ইরফান ভুইঁয়া এবং রানার আপ হয় শহীদ ফয়সাল আহমেদ শান্ত। টুর্নামেন্টে মতিহার হলের ১৭ টি টিম অংশগ্রহণ করে। টুর্নামেন্টের মোটো ছিলো ভাতৃত্বের বন্ধনে মতিহার হল। যেখানে সবগুলো টিমের নাম ছিলো জুলাই বিপ্লবের শহীদের নামে।

মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছামিউল ইসলাম সরকার'র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. মাঈন উদ্দিন উপ-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এবং রেজিস্টার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ।

এসময় মতিহার হলের সকল শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।