বাংলাদেশী দূতাবাসে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ PM
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে শিক্ষার্থীরা নজরুল ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
মিছিলে শিক্ষার্থীরা 'দূতাবাসে হামলা কেন, মোদী তুই জবাব দে', 'ভারতের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'Raw এর কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও', 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি' স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভারতীয় সরকারের কাছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন।
সমাবেশে শিক্ষার্থী মেজবাহ উদ্দিন রিয়াদ বলেন, স্বৈরাচারী সরকার ভারতে পালিয়ে গিয়েও ক্ষান্ত হয়নি, আমাদের মাতৃভূমির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্রসমাজ বারবার সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আসছি এবং ভবিষ্যতেও মোকাবিলা করবো। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা আমাদের মাতৃভূমির এক ইঞ্চি জমিও ছাড়বো না। ভারতের মোদি সরকার বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য অপপ্রচার চালিয়ে উস্কানি দিচ্ছে।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে ভারতীয় সন্ত্রাসীরা হামলা করেছে, যা আমাদের জন্য গভীর চিন্তার বিষয়। হাইকমিশনে হামলা মানে বাংলাদেশের উপর হামলা। ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসীরা শুধু দূতাবাসে হামলা করেই ক্ষান্ত হয়নি, তারা সিলেট ও ফেনী সীমান্তেও হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারত সরকারকে আমরা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর প্রয়োজন নেই। বরং আপনার দেশের অত্যাচারিত সম্প্রদায় নিয়ে চিন্তা করুন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।
উল্লেখ্য, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত সোমবার ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছে।