ঢাবিতে লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ PM
তরুণ লেখকদের দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এই কর্মশালায় ঢাবির শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শাখা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন তরুণ লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, তুর্কি চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক কামরুজ্জামান বাবলু এবং এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)’র ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন।
প্রশিক্ষকরা নবীন শিক্ষার্থীদের লেখালেখির খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। দেশে এবং দেশের বাইরে বাংলা ও ইংরেজি পত্রিকায় লেখালেখির নিয়মকানুন শিখিয়ে দেন।এছাড়া লেখালেখির মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতিতে ভূমিকা রাখার পরামর্শ দেন। বিশেষ করে টুইটারে সক্রিয় থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সত্য তথ্য তুলে ধরার পরামর্শ দেন প্রশিক্ষকরা। অনুষ্ঠানে সেরা তিন তরুণ লেখককে সম্মাননা দেওয়া হয়।