উড়ো চিঠির প্রশ্নের সাথে হুবহু মিল ,চবির সাংবাদিকতা বিভাগের কোর্স পরীক্ষা স্থগিত
- সারওয়ার মাহমুদ, চবি
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ PM
সারওয়ার মাহমুদ, চবি
পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নের সাথে মিল থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের CAJ 419 কম্প্রিহেনসিভ কোর্সের পরীক্ষাটি স্থগিত করে পরীক্ষা কমিটি।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)সকালে প্রশ্ন ফাঁসের অভিযোগ পেয়ে চবি উপাচার্য ,উপ উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক সহ প্রশাসনের উর্ধ্বতন বেশ কয়েক জন উক্ত বিভাগে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী জানান, নির্ধারিত রুটিন অনুযায়ী আমরা পরীক্ষা হলে যাই। সাড়ে ১০ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১০.৩১ মিনিটে আমাদের আলী আজগর চৌধুরী স্যার এসে জানান পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময়ে এটি নেওয়া হবে। তারপর আমরা জানতে পারি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে এবং প্রশ্নের সাথে মিল পাওয়া গেছে।
প্রশ্ন ফাঁসের বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড এনায়েত উল্যা পাটওয়ারী জানান - পরীক্ষা শুরু হওয়ার আগে উপাচার্য,উপ উপাচার্য মহোদয় এবং আমি সেখানে গিয়েছি এবং যে অভিযোগ টা এসেছে এটার সাথে প্রশ্নের মিল পাওয়ায় স্বাভাবিক কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।এই ঘটনার পিছনে কারা রেসপন্সিবল এবং বিস্তারিত তদন্তের জন্য জন্য আজকে একটি সিন্ডিকেট বসবে তারপর বলা যাবে।
প্রশ্ন ফাঁস ও পরীক্ষা স্থগিতের বিষয়ে বিভাগের সভাপতি রওশন আক্তার বলেন -পরীক্ষা কমিটি এই কোর্সের পরীক্ষা স্থগিতের জন্য সুপারিশ করেছে তাই জরুরি ভিত্তিতে একাডেমিক মিটিং ডেকে আমরা পরীক্ষাটি স্থগিত করেছি।
প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বলেন এই ব্যাপারটি কতৃপক্ষের এটি তারা তদন্ত করবেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানায়, গতকাল বিকেলে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে একটি উড়োচিঠি আসে। এই চিঠিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের সব কোর্সের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করা হয়।
চিঠিতে বলা হয়, একজন শিক্ষক তাঁর অনুগত শিক্ষার্থীকে সুবিধা দেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করছেন। এতে আজকের প্রশ্নপত্র দেওয়া হয় যা পরবর্তীতে শতভাগ মিল পাওয়া যায়।